১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিদ্যুৎ না থাকায় গরমে শ^াসকষ্ট

১৫ শিক্ষার্থী অসুস্থ
অক্সিজেন দেয়া হচ্ছে চিকিৎসাধীন এক শিক্ষার্থীকে : নয়া দিগন্ত -

বিদ্যুৎ নেই। বাইরে প্রচণ্ড রোদ। গরমের কারণে মাঠের অ্যাসেম্বলিও বন্ধ। ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত চলছিল। শিক্ষার্থীরা সবাই ক্লাসের মধ্যে দাঁড়িয়ে। এমন সময়ই ঘটে অঘটন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে অসুস্থ হয়ে পড়ে ১৫ শিক্ষার্থী। তাদের কেউ অসুস্থ হয় স্কুলে, কেউ বাড়িতে আবার কেউ হাসপাতালে। পরে জানা যায়, বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে শ^াসকষ্টজনিত কারণে সবাই অসুস্থ হয়।
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এমন ঘটনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নয়া দিগন্তকে জানান, অসুস্থদের মধ্যে ৯ জন স্কুলে বাকিরা সহপাঠীদের নিয়ে হাসাপাতালে গেলে ও কয়েকজন বাড়িতে গিয়ে অসুস্থ হয়। তিনি আরো জানান, অসুস্থদের প্রথমে গ্রামের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর ছয়জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা আরো খারাপ হলে তাদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিদ্যুৎ না থাকা ও ভয়ে এমনটা ঘটেছে বলে ধারণা তার।
বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, সকাল ৯টায় ক্লাসে জাতীয় সঙ্গীত চলাকালীন নবম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আক্তার অসুস্থ হয়ে পড়ে। তাকে লাইব্রেরিতে নেয়া হলে একে একে আরো ৯ জন ছাত্রী অসুস্থ হয়। এদের মধ্যে অষ্টম শ্রেণীর চারজন এবং নবম শ্রেণীর পাঁচজন।
অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা বলেন, এলাকায় বিদ্যুৎ না থাকায় গরমের কারণে এসব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: গৌরব মজুমদার বিক্রম জানান, প্রাথমিকভাবে আহত ছাত্রীদের যে সিমটম আমরা দেখতে পাচ্ছি বেশির ভাগের শ্বাসকষ্ট। তাই তাদের প্রাথমিক অবস্থায় অক্সিজেন দেয়া হচ্ছে। পরবর্তীতে সমস্যা কি সেটা জানানো যাবে।


আরো সংবাদ



premium cement